সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আগামীকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আরো ১১১ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
আজ শনিবার আরও ১১১ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি গণমাধ্যমকে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।
এ ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১৮ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ১১১ প্লাটুন নামানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বর্তমানে মোতায়েন রয়েছে মোট ১ হাজার ১২৭ প্লাটুন বিজিবি।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd