নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ হবে : প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অর্থবহ হবে বলে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘দেশের মানুষ শান্তি চায়। এ নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সবার অংশগ্রহণে এ নির্বাচন অর্থবহও হবে। নির্বাচনের দিন সকাল সকাল গিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আপনাদের ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে এ জন্য সবাই সজাগ থাকবেন।’

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ার জনসভায় টেলিফোনে বক্তব্য দেন তিনি।

Manual2 Ad Code

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হবো।’

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোমতে তারা যেন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

Manual6 Ad Code

নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান আওয়ামী লীগ সভাপতি।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক এলাকার মানুষের কাছে অনুরোধ আপনারা নৌকা মার্কায় ভোট দিন। ক্ষমতার ধারাবাহিকতা রাখার সুযোগ দিন আমরা আপনাদের উন্নত দেশ দেব।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..