বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে সংবাদ সম্মেলন করে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাব্বির খানকে (উদীয়মান সূর্য প্রতীক) সমর্থন দিয়েছে ২৩ দলীয় ঐক্যফ্রন্ট। আজ বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা ২৩দলীয় জোটের উদ্যোগে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানকে ঘোষনা করেন। উপজেলা শহরের পুরানবাজারস্থ উদীয়মান সূর্য প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম. আছকির আলী।
তিনি বলেন, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে ষড়যন্ত্র করে প্রার্থীতা স্থগিত করা হয়েছে। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্রের অবসান হবে একদিন। হাইকমান্ডের নির্দেশে সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানকে সমর্থন দিয়েছে ২৩ দলীয় জাতীয় ঐক্যফ্রন্ট। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ৩০ ডিসেম্বর উদীয়মান সূর্য প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
তিনি বলেন, দীর্ঘ সাড়ে ৬ বছর ধরে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা ইলিয়াস আলী গুম রয়েছেন। আজোও তাঁর কোনো সন্ধান আমরা পাই। ইলিয়াস আলী ও তাঁর গাড়ি চালক আনসার আলীকে ফিরে পেতে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ঐক্যফ্রন্টের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাব্বির খান।
বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনসার খান, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক হাজী মো. আব্দুল হাই, বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রিপন, সুমন মিয়া, দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা মতছির আলী, নিজাম উদ্দিনসহ উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনসহ ২৩ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
Sharing is caring!