ওসমানীনগরে প্রতিপক্ষের হয়রানি থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে অভিযোগ

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

ওসমানীনগরে প্রতিপক্ষের হয়রানি থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে অভিযোগ

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামের হোসাইন আলীর পরিবারকে নানাভাবে হয়রানী সহ হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে মর্মে ঘোষনা করলে তিনি শান্তিপ্রিয় নাগরিক গত ১৭-১২-২০১৮ ইং তারিখে অফিসার ইনচার্জ ওসমানী নগর থানা বরাবরে একটি সাধারণ ডায়রী করেন। এরপর হইতে সংশ্লিষ্ট কর্মকর্তা উল্লেখিত বিবাদীগনের সাথে যোগযোগ করে ও বিবাদী কর্তৃক প্রভাবিত হয়ে আমার দরখাস্তখান জি.ডি হিসাবে গন্য করা হয়নি। যেহেতু বিবাদীগন পরষ্পর পরিচিত বটে। যে কারনে ২নং বিবাদী সহ হোসাইনের উদ্দেশ্যে বলে যাচ্ছে যে, ওসমানী নগর থানার অফিসার ইনচার্জ সহ সবাই তাদের টাকায় চলে। উল্লেখ্য ইতিপুর্বে ১নং বিবাদী লন্ডন হইতে মোবাইলের মাধ্যমে ওসমানী নগর থানার অফিসার ইনচার্জ এর ছবিসহ থানা কমপ্লেক্স ভবনের পাঠায় এবং ওসির নিকট আত্মীয় বলে জানায়। বিষয়টি এতই গুরুতর যে, নিরপেক্ষ তদন্ত না করলে প্রকৃত বিষয়টি অগোচরে থেকে যাবে। এবিষয়ে হোসাইন আহমদ বাদী হয়ে সিলেট জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের দেন ওই অভিযোগে আসামীরা হলেন, লাকী বেগম, স্বামী- হাজী মিজান আলী, সাং- খাদিমপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট, শাহ হোছন আলী, , শাহ তাছবির আলী, শাহ ছাব্বির আলী, সর্বপিতা- শাহ ইব্রাহীম আলী, শাহ ইব্রাহীম আলী, পিতা- মৃত শাহ সিকন্দর আলী, সর্বসাং- জহিরপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।

Manual5 Ad Code

অভিযোগে উল্লেখিত বিবাদীগন অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় বসবাস করে ওসমানী নগর থানার অফিসার ইনচার্জকে নিকট আত্মীয় দাবী করে এহেন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। জি.ডি সংক্রান্ত বিষয়ে তদন্ত কর্মকর্তা এ.এস.আই কালাম সাহেব সহ একাধিকবার সময় নিয়েও আমার দরখাস্তখানা জি.ডি হিসাবে গন্য না করায় আমি ন্যায় বিচার হইতে বঞ্চিত হয়েছি। অন্যদিকে আমি একজন নাগরিক হয়ে একটি জি.ডি করতে গিয়ে যেভাবে হয়রানী ও নাজেহাল হলাম তাহলে সংবিধান অনুযায়ী কেন আমার অধিকার টুকু মুল্যায়ন করা হয়নি। আপনার মাধ্যমে নিরপেক্ষ তদন্ত চাই।
অতএব, উপরে উল্লেখিত বিষয়াদী ও বিবাদীর এহেন হুমকিতে আমি ও আমার পরিবার আতঙ্কিত ও সঙ্কিত। যে কোন সময় বিবাদী কর্তৃক আমি ও আমার পরিবারের অপুরনীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রহিয়াছে।
হোসাইন একদম নিæপায় হয়ে পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেন এবং আসামীদের শাস্তির দাবী জানান তিনি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..