বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে সমর্থন দিয়েছে ২০দলীয় জোট। খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক’র বরাত দিয়ে বুধবার (২৬ ডিসেম্বর) বেলা আড়াই টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ সায়েক।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ২০দলীয় জোট ও ঐক্যফ্রন্টে প্রার্থী ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আদালত কর্তৃক লুনার প্রার্থীতা স্থগিত হওয়ায় নির্বাচন থেকে ছিটকে পড়েন তিনি। ফলে তাহসিনা রুশদীর লুনার নির্দেশে গত সোমবার রাতে ‘উদীয়মান সূর্য্য’ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানকে সমর্থন বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।