সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮
সিলেট :: সিলেট-৪ আসনের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইমরান আহমদ বলেছেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকা শান্তির মার্কা। দেশের স্বার্থে নিজেদের উন্নয়নে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আপনারা আবারও নৌকাকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোট দিন, আমরা উন্নয়ন দিব।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সিলেট-৪ আসনে নৌকার সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কোম্পানীগঞ্জ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আপ্তাব আলী কালা মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইমরান আরো বলেন, বছরের প্রথম দিনে ছেলে মেয়েদের হাতে নতুন বই দেখতে হলে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশে কোন উন্নয়ন হয়নি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। বিদ্যুৎখাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে, এতিমের টাকা মেরেছে, রাস্তার গাছ চুরি করেছে, মানুষকে হাতুরি পেটা করেছে। তাদের উন্নয়ন বলতে নিজের স্বার্থের উন্নয়ন। জনগণের কাছে ভোট চাওয়ার মত কোন উন্নয়নমূলক কাজ তারা করেনি।
বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দিরে অবকাঠামো উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, নিজেরা শান্তিতে থাকতে ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, উপ-প্রচার সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন, জেলা আ.লীগের সদস্য এডভোকেট আজমল আলী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মছব্বির, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম, জালালাবাদ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন তাজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আব্দুন নুর, ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি বিলাল হোসেন, সহ-সভাপতি হাবিবুলাহ জাবেদ, সাধারণ সম্পাদক মশাহিদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুলুক হোসেন, সহ-সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, তেলিখাল ইউনিয়ন আ.লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইছাকলস ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আছার মিয়া, উত্তর রণিখাই ইউনিয়ন আ.লীগের সভাপতি কালা মিয়া, সাধারণ সম্পাদক কৃষ্ণধন সিংহ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, বাবুল মিয়া, আলফু মিয়া, কুটি মিয়া, ফরিদ উদ্দিন, সিদ্দিকুর রহমান রুকন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলম, আহŸায়ক হাজী আলাউদ্দিন, যুগ্ম আহŸায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য জুয়েল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া, আওয়ামী লীগ নেতা আমিনুল হক, আমির উদ্দিন, বিলাল আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মদরিছ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সহ-সভাপতি এম. হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, জায়েদুল হাসান, পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান, পাড়ুয়া ছাত্র কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ প্রমুখ।সমাবেশের শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। তখন নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাবেশস্থল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd