সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজে ভোটারদের মধ্যে প্রান সজ্ঞালিত হচ্ছে। একাদশ জাতিয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নতুন চমক সৃষ্টি করতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর মনোনিত প্রার্থী সৈয়দ শাহ্ মুবশ্বির আলী বিশাল জনসমর্থন নিয়ে সুমামগঞ্জ-৩ আসনবাসীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে এলাকাবাসীকে নিয়ে নিরলস নির্বাচনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় রবিবার বাদ জোহর জগন্নাথপুরস্থ পেরোয়া হাসপাতাল সংলগ্ন হারিকেন প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথীর বক্তব্যে প্রার্থী সৈয়দ শাহ্ মুবশ্বির আলী বলেন, আমি আপনাদের ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেকে গর্বিত মনে করছি।
আমি সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়ার পর থেকে যে পরিমান জনপ্রিয়তা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি এটাই আমার সৌভাগ্য। আমার প্রতিটি পথসভা, গন-সংযোগ, আলোচনা সভা সহ আপনারা আমার জন্য যা করে যাচ্ছেন সে প্রেক্ষিতে আমি আশাবাদী আগমী ৩০ ডিসেম্ভর জাতিয় একাদশ সংসদ নির্বাচনে আপনারা আমাকে অত্র এলাকার সন্তান হিসেবে হারিকেন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সুখ দুখে:র বন্ধু হিসেবে কাজ করার জন্য আমাকে আপনারা যদি সুযোগ করে দেন অবশ্যই আমি সুনামগঞ্জ-৩ আসনকে একটি ডিজিটাল আসন হিসেবে উপহার দেওয়ার চেষ্টা করবো, তিনি আরও বলেন অতীতে অনেক প্রার্থীদের মুখ থেকে অনেক আশার ফুল ঝরি শুনেছেন আমাকে নির্বাচিত করণে তা বাস্তবে আপনারা উপভোগ করতে পারবেন। কারন আপনারাই একদিন আমাকে বলতে পাবেন এক মাঘে শীত যায়না। আমি আপনাদের সাথে নিয়ে আমার প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ্। প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি জগন্নাথপুরস্থ পেরোয়া হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন ও হারিকেন মার্কা’র গন-সংযোগ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd