বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ সিলেট-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ড. এনামুল হক সরদার বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে উপজেলা সদরের নতুন বাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ড. এনামুল হক সরদার তার বক্তব্যে বলেন, সিলেট-২ আসনে যারাই প্রার্থী হয়েছেন, তাদের সকলকেই আমি আমার চে’ উত্তম মনে করি। কারো প্রতি আমার কোনো অভিযোগ বা ক্ষোভ নেই। কাউকে নিয়ে বিষোদাগার করা আমার পছন্দও নয়। আমি সহাবস্থানে থেকে শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। মহান শিক্ষকতা পেশায় থাকার কারণে জনসেবার নিমিত্তে স্বতন্ত্র পরিমন্ডলে কাজ করছি। যে কারণে সব দল ও মতের মানুষের কাছ থেকে আশানুরুপ সাড়া পাচ্ছি। যদি নির্বাচিত হই, সকলেই সাথে নিয়ে বিশ্বনাথ ও ওসমানী নগরের সমস্যা ও বঞ্চনার দিক চিহিৃত করে পরিকল্পনামাফিক কাজ করে যাব। সে জন্যে দুই উপজেলায় কর্মরত সাংবাদিকদেরও পরামর্শের প্রত্যাশা করি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এনামুল হক সরদারের বিশ্বনাথ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সায়েদ মিয়া ও সদস্য সচিব এমদাদুল হক নাঈম।
Sharing is caring!