প্রধানমন্ত্রীর সভাস্থলে ছিনতাই : পালানোর সময় দক্ষিণ সুরমায় আটক ৪

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

প্রধানমন্ত্রীর সভাস্থলে ছিনতাই : পালানোর সময় দক্ষিণ সুরমায় আটক ৪

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থল সিলেটের আলীয়া মাদ্রাসার মাঠের পাশ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসা শীর্ষ পর্যায়ের ৪ ছিনতাইকারীকে ধাওয়া করে দক্ষিণ সুরমায় আটক করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় এ ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

বিকালে শেখ হাসিনার সভা চলাকালে সভাস্থলের আশপাশে ছিনতাইয়ের চেষ্টা করছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জের শীর্ষ পর্যায়ের ৪ ছিনতাইকারী। এসময় আওয়ামী লীগ নেতা গুলজার আহমদ ও মহানগর ছাত্রলীগের কয়েকজন কর্মী এবং সাধারণ জনগণ তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা দক্ষিণ সুরমায় এসে তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৯-৫১৩০ নম্বর যুক্ত হাইয়েস মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীতে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদ করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হচ্ছে বগুড়া জেলার উত্তর ছানাপাড়া গ্রামের রাজু মিয়ার পুত্র রাজন (২০), একই এলাকার মৃত ইকবাল মিয়ার পুত্র ইরাক (২৫), একই জেলার সদর নারলি গ্রামের সিরাজ মিয়ার পুত্র রবিন (২২) ও ড্রাইভার গোবিন্দগঞ্জ এলাকার আজহার আলীর পুত্র আনোয়ার (৩০)।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ১৮শ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দক্ষিণ সুরমা ফাঁড়ীতে হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত মাইক্রবাস গাড়ীও উদ্ধার করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..