সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা উপলক্ষে সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর এই আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনের ৮দিন আগে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসগ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে যার ফলে দুর্ভোগে জনসাধারণ। তালতলা,জিন্দাবাজার,লামাবাজার, পেপার পয়েন্ট,দক্ষিণ সুরমা পুরাণ পুলোর মূলের মুখ, বিমানবন্দর রোডসহ এসব এলাকায় গাড়ী চলাচল বন্ধ করে দেওয়ায় পায়ে হেটে মানুষের চলাচল করতে দেখা গেছে।
বিমানবন্দরে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৫মিনিটে নামার পর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকে প্রধানমন্ত্রী গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ার করবেন। এরপর শনিবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় এই মাদ্রাসা মাঠের মঞ্চে নির্বাচনী প্রচারণায় ভাষণ দেবেন তিনি।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী জনসভাস্থ ঘিরে ফেলা হয়েছে বাশের বেড়ায়। সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ ও ডগ স্কোয়াড দিয়ে চেকিংয়ের পর মাঠ পুরোপুরি খালি করে দেওয়া হয়। বেলা ১২টার আগে মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১২টার পর থেকে সভাস্থলে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মীরাসহ সাধারণ মানুষকে। এছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ মাজার এলাকায় সিসি ক্যামেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
এমনকি গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে মোড়েও সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জেদান আল মুসা। এছাড়াও সভাস্থলে প্রবেশের জন্য সিলেট নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগ থেকেই অবস্থান করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সিলেটের ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে দলের নেতাকর্মীরা সকাল থেকেই সিলেটে অবস্থান করছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, প্রধানমন্ত্রীর সিলেট সফরকে নিশ্চিদ্র করতে মহানগরে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে কয়েক স্থরের নিরাপত্তা বেস্টনি গড়ে তোলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd