সিলেট বিএনপিতে গ্রেপ্তার আতঙ্ক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

সিলেট বিএনপিতে গ্রেপ্তার আতঙ্ক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে-১ আসনে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। দিনে নির্বাচনী প্রচারণা অংশ নিলেওরাতে গ্রেপ্তার এড়াতে বসতবাড়িতে থাকতে পারছেন না তারা। এছাড়া সরকারি দলের নেতাদের উপর হামলা ও মারধরের অভিযোগ করেছেন অনেকে।

Manual2 Ad Code

সিলেট বিএনপির সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে গ্রেপ্তারের জন্য তার বাসায় তল্লাশি চালায় পুলিশ।সম্প্রতি নির্বাচনী প্রচারকাজের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছেমহানগর ছাত্রদলের ২৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহŸায়ক ফাহিম বক্স শিপু, সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক দুলাল আহমদ, সিলেট জেলা ছাত্রদল সদস্য সাইদুর রহমান শিপন, নুরুল ইসলাম সোহাগ, সিলেট সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল খালিক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপি নেতা আলীকে। এর মধ্যেছাত্রদল নেতা ফাহিম বক্স শিপুকে খন্দকার মুক্তাদিরের পক্ষে ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে তাকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত ১২ই ডিসেম্বর একদিনের রিমান্ডে নেয় পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলামকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুলের নেতৃত্বে মারধর করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুর বাসায় গভীর রাতে অভিযান ও তল্লাশির চালিয়ে তার বাসার আসবাপত্র ও মালামাল তছনছ করে দেয়ার অভিযোগ করেছে বিএনপি। পাপলুকে না পেয়ে বাসায় অবস্থানরত পরিবারের লোকজনকে হেনস্তা করার অভিযোগও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের বিরুদ্ধে। বিএনপি নেতাদের অভিযোগ, বালুচর, মেজরটিলা, টিলাগড় ও খাদিমনগর এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা তাদের কোনও প্রকার প্রচারণা করতে দিচ্ছে না। সেখানে মাইকিং এর গাড়ি ফেরত দেয়া হয়েছে এবং পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে।সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক বলেন, নেতাকর্মীরা কেউ বাসায় ঘুমাতে পারেন না। তারা পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ বাসায় বাসায় গিয়ে বিএনপির নেতাকর্মীদেরহয়রানি করছে। পুলিশের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা এসব করছেন। তিনি অভিযোগ করেন, বালুচর টিলাগড়ে ছাত্রলীগের সাবেক নেতা হিরন মাহমুদের আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে। টিলাগড়ে বর্তমান কাউন্সিলর ও খাদিমনগরে বর্তমান চেয়ারম্যান সেখানে ব্যানার পোস্টার ছিড়ে ফেলছেন। মাইকিং করায় বাধা দিচ্ছে। এবিষয়ে যোগাযোগ করা হলে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামকে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..