ইলিয়াসপত্নী লুনা অসুস্থ : হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

ইলিয়াসপত্নী লুনা অসুস্থ : হাসপাতালে ভর্তি

Manual6 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি  :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাত ৯টায় বিএনপির চেয়ারর্পাসনের গুলশাল কার্যালয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার ইউনাইডেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি বলেন- আজ মঙ্গলবার রাত ৯টায় বিএনপির গুলশাল কার্যালয়ে বিএনপির বৈঠক ছিল। সেখানে তিনি তাহসিনা রুশদীর লুনা (ভাবি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
এব্যাপারে তাহসিনা রুশদীর লুনা ও ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণব এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..