সিলেট-৩ আসন উন্নয়নের স্বার্থে লাঙ্গল মার্কায় ভোট দিন : উছমান আলী

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

সিলেট-৩ আসন উন্নয়নের স্বার্থে লাঙ্গল মার্কায় ভোট দিন : উছমান আলী

Manual1 Ad Code

সিলেট :: সিলেট-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী উছমান আলী বলেন, বালাগঞ্জের সার্বিক উন্নয়নে বিশেষ করে রাস্তা ঘাটের যে বেহাল দষা তা দুরি করনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমি নির্বাচিত হলে। আপনারা সবাই দল মত নির্বীশেষে এলাকার উন্নয়নের স্বার্থে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আহবান জানাচ্ছি।

তিনি মঙ্গলবার বালাগঞ্জ বাজারে গনসংযোগ করে এক পথ সভায় উপরুক্ত কথা গুলো বলেন। পথসভায় সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট তিন আসনের লাঙ্গল মার্কা প্রার্থী উছমান আলী।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্য মকসুদ ইবনে আজিজ লামা বলেন, অত্র এলাকায় আমি দুবার আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে ছিলাম। আজ আপনাদের কাছে আবার আমি আমার ছোট ভাই উছমান আলীকে নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা এবারও লাঙ্গল মার্কিয় ভোট দিয়ে উছমানকে জয়যুক্ত করেন আশা রাখি।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য আতাউর রহমান আতা, প্রবাসি কমিউনিটি নেতা আছকর আলী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাফুর রহমান আলতাফ, মো: দৌলা মিয়া, ফজলু মিয়া, লুবনা বেগম, লাক্ষি বেগম, সাদিয়া সুলতানা, আনহার মিয়া, আব্দুর রহিম, হুসিয়ার আলী, আরেশ দা, মুক্তার মিয়া, সালেহ আহমদ, সুফি মিয়া, ছানাউর আলী গেদনি, শেখ মো: সমরুজ্জামান, আইয়ুবুর রহমান মেম্বার, সাজাহান ইসলাম সাগর, জামান আহমদ, শামিম মিয়া, কামাল মিয়া, ময়জুল হক, হারুন মিয়া, আলী হোসেন, নেছার আলী, মনসুর আলী, তৈমুছ আলী, জাহেদুল ইসলাম, সাহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..