কোম্পানীগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে নারী পাথর শ্রমিকদের নির্বাচনী সভা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮

কোম্পানীগঞ্জে নৌকা প্রতীকের সমর্থনে নারী পাথর শ্রমিকদের নির্বাচনী সভা

Manual6 Ad Code

সিলেট :: সংসদ সদস্য প্রার্থী ইমরান আহমদের সহধর্মীনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য্য ড. নাসরীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে সকল দিক থেকেই বাংলাদেশ মাথা উচুঁ করে সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া ও খুলে গেছে অযুত সম্ভাবনার দ্বার। শিক্ষা, স্বাস্থ্য, নারীর অবস্থা, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি সামাজিক খাতে গত কয়েক দশকে বাংলাদেশ অনেক এগিয়েছে। এ ধারাবাহিকতা রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর সিলেট-৪ আসনে সংসদ সদস্য ইমরান আহমদ ও নৌকা প্রতীককে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদি। জনগণের ভোটের মাধ্যমে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আসবে ইনশাআল­াহ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতে কাজ করুন।

Manual6 Ad Code

তিনি ১৭ডিসেম্বর সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ২২৬৩, এর অঙ্গ সংগঠনের মহিলা শাখার উদ্যোগে কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ইমরান আহমদ ও নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সংগঠনের মহিলা শাখার সভানেত্রী আফিয়া বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ বাদশার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আমজদ, জেলা পরিষদের মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও বহনকারী শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা শাখার নেত্রী লাইলি বেগম, আছারুন নেছা, লায়লা বেগম প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..