মৌলভীবাজার-৪ আসনে মুখোমুখি প্রার্থীরা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

মৌলভীবাজার-৪ আসনে মুখোমুখি প্রার্থীরা

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহবানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে সুজন কমলগঞ্জ উপজেলা কমিটি।

এ সময় আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিন সংসদ সদস্য পদ প্রার্থী জনগণের মুখোমুখি হন। প্রার্থীরা দল ও তাদের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ী হলে বা না হলেও কে কি করবেন সে সম্পর্কে বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

এ সময় তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন। গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের বক্তব্যে প্রাধান্য পায়।

Manual1 Ad Code

সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহর লাল দত্ত।

Manual5 Ad Code

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে অংশ নেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ছালাউদ্দিন।

তবে এ আসনের গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত হননি। অনুষ্ঠানে প্রার্থীরা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রার্থীরা পরস্পরের হাত ধরে শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার করেন। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার শপথ করেন উপস্থিত ভোটাররাও।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সুশীল সমাজ, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনের উপস্থিতিতে শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান, নৃ-গোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কি না ইত্যাদি প্রশ্ন প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।

সবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহবান জানিয়ে সুজনের সাংস্কৃতিক প্রচারণার অংশ হিসেবে শিল্পীরা জারি গান পরিবেশন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..