সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে অভিযান করে ৪জন জামায়াত শিবির কর্মী অাটক করে৷
পুলিশ সূত্রে জানা যায়- ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডলে থানার অফিসার ইনর্চাজের নির্দেশে এস.অাই হাবিবুল্লার নেতৃত্বে দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে অভিযান পরিচালনা করে ৪ জামায়াত শিবিরকর্মীকে অাটক করে থানায় নিয়ে আসে।
অাটককৃতরা হল গোলাপগঞ্জ উপজেলার নালিউরি গ্রামের মৃত শওকত অালীর ছেলে অাব্দুল ওয়াহিদ (২৬), সিলেট এসএমপি কোতোয়ালী থানার শেখঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে অাহমেদ পারভেজ (২৯), কানাইঘাট উপজেলার মুলাগুল গ্রামের সামসুদ্দিনের ছেলে মোঃ মাসুক (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার সরুফৌদ গ্রামের নুরুল হকের ছেলে অাব্দুল খালিক(২৪)৷
পুলিশ অারও জানায় অাটককৃতদের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা জামায়াত শিবিরের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে অাসছে৷ বিকেল ৪টায় অাটককৃতদের অাদালতে প্রেরণ করা হয়৷
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির অাটকের কথা স্বীকার করে বলেন- অাটককৃতদের অাদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আরও বলেন থানা এলাকায় বিশেষ ক্ষমতা অাইনে অভিযান অব্যাহত রয়েছে৷
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd