কমলগঞ্জ প্রতিনিধি :: জাতীয় উদ্যান ঘোষণার পরও মৌলভীবারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম ভানুগাছের সংরক্ষিত বনাঞ্চলের লাউয়াছড়ায় চলছে বনভূীম দখলের মহোৎসব। বেদখল হওয়া এসব বনভূমিতে গড়ে তোলা হয়েছে লেবু,আনারসসহ অন্যান্য ফসলাদির বাগান। আর প্রতিবছর সম্প্রসারিত হচ্ছে এসব বাগানের পরিধি এবং হ্রাস পাচ্ছে জাতীয় উদ্যান এলাকার আয়তন। ফলে হুমকীর মুখে পড়েছে বনের জীব-বৈচিত্র্য এবং নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের উপর ।
সম্প্রতি উদ্যানের দখলকৃত এলাকা ঘুরে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি টিলা সংলগ্ন পূর্ব এলাকায় প্রায় ১৫ একর ভূমি দখল করে গত চার বছর ধরে লেবু বাগান গড়ে তোলা হয়েছে। ডরমিটরি এলাকার পশ্চিম পার্শ্বে হীড বাংলাদেশ অফিস সংলগ্ন জাতীয় উদ্যানের আরও একটি টিলার প্রায় ১৫ একর ভূমি দখলে নিয়ে লেবু বাগান গড়ে তোলা হয়েছে। লেবু বাগান ঘেষা টিলা সমুহে গাছগাছালি ও লতাগুল্ম কেটে টিলা খসে নতুন করে বাণিজ্যিকভাবে আবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এলাকাবাসী জানয়েছেন, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে এই ভূমি দখলের প্রতিযোগীতা। তারা এসব সরকারী টিলাভূমি দখলে নিজেদের আধিপত্য বিস্তারে সরব থাকলেও বন্যপ্রাণী বিভাগ নিক্রিয় রয়েছে। ফলে উদ্যানে বসবাসরত বন্যাপ্রাণীর আবাসস্থল সংকোচিত হয়ে আসছে। হুমকির সম্মুখীন হয়ে পড়েছে লাউয়াছড়ার জীববৈচিত্র্য ।
এ বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষক আবু মুছা মো: মুহিত বলেন,সংবাদ পেয়ে গত ৫ ডিসেম্বর ডরমিটরি এলাকা সংলগ্ন দখলকৃত ভূমি উদ্ধার করা হয়েছে। তবে হীড বাংলাদেশ সংলগ্ন টিলায় দখলের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Sharing is caring!