সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে নাশকতার মামলায় ২জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল ফজলুল হক শিবলী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ মামলার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে’।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরী (৪০), ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে (৪০) ও বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে (৪০)।
পুলিশ জানায়, সোমবার (১০ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরীকে উপজেলার হিলালপুর থেকে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে সদর ইউনিয়ন থেকে গ্রেপ্তারের পর বেলা ১২টার দিকে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়সলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd