জেলে না দিয়ে ছাত্রী উত্যক্তকারীর লেখাপড়ার দায়িত্ব নিলেন গোয়াইনঘাটের সাবেক ওসি

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

জেলে না দিয়ে ছাত্রী উত্যক্তকারীর লেখাপড়ার দায়িত্ব নিলেন গোয়াইনঘাটের সাবেক ওসি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের সীতাকুণ্ডে কলেজছাত্রীকে উত্যক্ত করা এক ছাত্রকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। কিন্তু থানায় গিয়ে ঘটলো অন্য ঘটনা। ছাত্রী উত্যক্তকারী ওই ছাত্রের কথা শুনে তার লেখাপড়ার দায়িত্ব নিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন এর আগে সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

ওসি শেখ মো. দেলোয়ার হোসেন তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাহিন জানায়, ‘সে নিজামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা অন্যত্র বিবাহ করায় কলেজে ভর্তি হয়েও বইয়ের জন্য কলেজে যেতে পারে না। তার বাবা দীর্ঘদিন ধরে তাদের কোন খোঁজ খবর রাখেনা এবং ১০ বছর ধরে ঘরে একমাত্র অভিভাবক হিসেবে মা ছাড়া কেউ নেই। পরে ওসি তাকে তার মায়ের জিম্মায় ছেড়ে দিয়ে চুল কেটে রাতে তার অফিসে আসার জন্য বলে।’

Manual7 Ad Code

এ বিষয়ে মাহিনের মা রোকসানা বেগম বলেন, ‘ওসি স্যারের কাছে আমি কৃতজ্ঞ। রাতে তার কাছে ছেলেকে নিয়ে গেলে তিনি মাহিনের পড়ালেখা করার জন্য সব বিষয়ের বইপত্র তার হাতে তুলে দেন। তিনি আমার ছেলেকে নতুন জীবনে সুন্দরভাবে পথ চলার অনুপ্রেরণা যোগান এবং তিনি আমার ছেলের পড়ালেখার খরচ বহন করবেন বলে আশ্বাস দেন।’

Manual6 Ad Code

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. দেলোয়ার হোসেন জানান, ‘অনেক সময় সন্তানদের আদর দিয়েও শাসন করা যায়। তাই তাকে ভাল হওয়ার জন্য সুযোগ দিয়ে বই-পুস্তক কিনে দেই এবং তার পড়ালেখার খরচ আমি বহন করবো বলে বলি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..