কমলগঞ্জে দুই জয়িতাকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

কমলগঞ্জে দুই জয়িতাকে সংবর্ধনা

Manual6 Ad Code

কমলগঞ্জে প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাসের সঞ্চালনায় বেগম রোকেয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, মুন্না রায়, সাংবাদিক ও সমাজ সেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ।

দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, আজ নারীরা আর পিছিয়ে নেই। তাদের প্রয়োজনীয় সহযোগিতা করলে তারাই দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন। নারীরা প্রশাসনিক কাজ থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সকল ক্ষেত্রে সফল। সফল এই নারীদের দিকে তাকিয়ে বর্তমানের নারী শিক্ষার্থীরা ভবিষ্যতের সফল নারী হতে পারবেন বলেও বক্তারা বলেন।

Manual2 Ad Code

আলোচনা সভায় এবারে কমলগঞ্জে মনোনিত দুই জয়িতা শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের সেলিনা বেগমকে নির্যাতনের বিভিষিকাময় গ্রুপে ও সমাজ উন্নয়নে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকার রুমানা আক্তার( রুবি)কে সংবর্ধনা দিয়ে করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual7 Ad Code

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস এ বছর সেলিনা বেগম ও রুমানা আক্তার (রুবি)কে জয়িতা মনোননিত করে সম্মাননা প্রদানের সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..