অবৈধ মেয়াদে চলছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা : প্রশাসন নিরব

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৮

অবৈধ মেয়াদে চলছে সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা : প্রশাসন নিরব

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি মেয়াদ শেষের পরও চলছে ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আয়োজনে মেলার আয়োজন করে মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন। গত ৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ছিলো মেলার শেষ দিন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও জোরেসোরে চলছে মেলা। তাছাড়া মেলার আয়োজক কমিটি মেলার মেয়াদ বৃদ্ধির পরিকল্পনাও করছেন।

Manual2 Ad Code

এদিকে গত ১৪ নভেম্বর তারিখ সিলেট সদর উপজেলার বটেশ্বরে একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিবন্ধি শিল্পমেলার অনুমোদন দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অথচ সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণার আগে শুরু হওয়া মেলা মেয়াদ শেষেও চলছে। এতে করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ নির্বাচনী আসনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। কিন্তু মেয়াদহীন মেলা বন্ধে পুলিশ কিংবা জেলা প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থেকে যাচ্ছে বলে ব্যবসায়ীর ও সাধারণ ভোটাররা।

Manual7 Ad Code

জানা গেছে, গত ১৯ আগস্টের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয় প্রতিবন্ধি শিল্পমেলার অনুমোদন দেয়। পরে ১৪ নভম্বের জেলা প্রশাসনের স্মারক নং ০৫.৪৬.৯১০০.০১০.৫৪.০০১.১৮.১৩৫৪, প্রতিবেদনে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাণিজ্য মেলার অনুমতি প্রদান করা গেলো না’ বলে উল্লেখ করা হয়।

অথচ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মূহুর্তে গত ১ অক্টোবর সিলেট সদর উপজেলার মালিকানাধীন শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সিলেট চেম্বারের আয়োজনে ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বাণিজ্য মন্ত্রনালয়ের ২৫ নভেম্বর তারিখের ২৬.০০.০০০০.১০৬.৮৬.০১২.১৭(অংশ)/৩৪৩ স্মারকে মেলার শেষ সময় ৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। বর্ধিত মেয়াদ শেষ হলেও মেলা গুটিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া মেয়াদহীন এ মেলা উচ্ছেদেও প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রতিবন্ধি শিল্পমেলার জন্য একটি প্রতিষ্ঠানকে মেলা করতে দেয়া হয়নি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ শেষ হয়েছে তা আমার জানা নেই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করবো বিষয়টি নিয়ে।

Manual5 Ad Code

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদে জানান, মেলার সময় বৃদ্ধির জন্য একটি আবেদন করেছে মেলা কর্তৃপক্ষ। একনো আমার কাছে কোনো কাগজ আসেনি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রাণেশ রঞ্জন সূত্রধর বলেন, সিলেটে ১৪তম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে কোনো কাগজ পত্র আমরা পাইনি।

মেলার সময় বৃদ্ধি প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দেখে থাকে। যদি মেলার সময় বৃদ্ধি অনুমোতি না থাকে তাহলে কোনোভাবেই মেলা চলতে পারে না।

একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হতে পারে সত্যতা স্বীকার করে সিলেটের জেলা প্রসাশক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, মেলার মেয়াদ শেষ হয়েছে আমার জানা নেই। নির্বাচনের আগে মেলার সময় বৃদ্ধি হবার কথা না। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সাথে আলাপ করবো।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..