লুনার বিরুদ্ধে ইসির কাছে এমপি এহিয়ার দায়েরকৃত অভিযোগ খারিজ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

লুনার বিরুদ্ধে ইসির কাছে এমপি এহিয়ার দায়েরকৃত অভিযোগ খারিজ

Manual3 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেন। শনিবার রাত সাড়ে ১০টায় এমপি এহিয়া চৌধুরীর দায়েরকৃত অভিযোগের আপিল শুনানি হয়। এতে নির্বাচন কমিশন দীর্ঘক্ষণ আপিল শুনানি শেষে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন এবং এমপি এহিয়া চৌধুরীর দায়েরকৃত অভিযোগ খারিজ করে দেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেন, এমপি এহিয়া চৌধুরী বাদী হয়ে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তিনটি অভিযোগ করে। এতে নির্বাচন কমিশন তার (এহিয়া) দায়েরকৃত অভিযোগ শুনানি শেষে তা খারিজ করে দেন। এসময় তার সঙ্গে কয়েকজন এডভোকেট ছিলেন। নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন।
তিনি বলেন, সিলেট-২ আসনের কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে এহিয়া চৌধুরী অভিযোগ দায়ের করে। সত্যের জয় হবেই। কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবেনা। দলের চুড়ান্ত মনোনয়ন আনার জন্য বিএনপির গুলশাল কার্যালয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
এব্যাপারে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভি করেননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..