সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবাসীর স্ত্রী নিপা আক্তার (১৮) নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের সাদেক হোসেনের মেয়ে এবং জেলার আদর্শ সদর উপজেলার ঢুলিপাড়া এলাকার প্রবাসী আবদুস সালাম মাছুমের স্ত্রী।
এ ঘটনায় নিপার বাবা সাদেক হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি জিডি করেছেন। মেয়ের সন্ধান পেতে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিপা আক্তার রোববার বিকেলে শপিং করতে চৌদ্দগ্রাম বাজারে যান। এরপর বাড়ি ফিরে যাননি। তার ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৭ দিন আগে তার বিয়ে হয়েছিল। তার সঙ্গে সাত ভরি স্বর্ণালঙ্কার ছিল। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল বলেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd