সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাদক সেবনের প্রতিবাদ করায় স্বামীর দা’র আঘাতে রোশনা বেগম (৩২) নামের এক স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইস্থকোনা গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর স্থানীয় জনতা নেশাগ্রস্থ স্বামী আব্দুল জলিলকে দাসহ আটকের পর জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে সৌপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর পূর্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বৈশবের গ্রামের তজম্মুল আলীর পূত্র আব্দুল জলিল বিয়ে করেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইস্থকোনা গ্রামের মৃত হুসিয়ার আলীর কন্যা রোশনা বেগমকে। ৪ সন্তানের জনক আব্দুল দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিলেন।
মঙ্গলবার সকালে মাদকের বিষয়ে স্বামী-স্ত্রীর বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল জলিল ধারালো দা দিয়ে মাথায় ও পায়ে আঘাত করলে গুরুতর আহত হয় রোশনা বেগম। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আহত রোশনা বেগমের মা বাদী হয়ে মেয়ের জামাই আব্দুল জলিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd