বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পাসপোর্টের পুলিশ ভেরিফিশনের জন্যে ঘুষ না দেয়ায় এক সাংবাদিককে হুমকী দিয়ে ব্যাপক সমালোচিত হওয়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই জাকির হোসেনের ঘুষ গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার রাতে তার ঘুষ গ্রহণের ভিডিওটি আপলোড করে বিশ্বনাথের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল। পরে র্সবত্র ছড়িয়ে পড়ে সেটি। ৫৮ সেকেন্ড ব্যাপ্তির এই ভিডিওতে দেখা যায়, থানায় বসেই দু’জন ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন তিনি।
এর আগে শনিবার বোনের পাসপোর্ট ভেরিফিশনের জন্যে ঘুষ না দেয়ায় দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক সিলেটের দিনকাল-এর বিশ্বনাথ প্রতিনিধি পাভেল সামাদকে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এএসআই জাকির হোসেন হুমকী দেন। পাভেলের বোনের ফোনেই তিনি অসংলগ্ন ভাষায় এই হুমকী দেন। এসময় জাকির পুলিশের কাজে সাংবাদিককে নাক না গলানোরও হুশিয়ারী দিয়ে নানা দম্ভোক্তি দেখান। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তার বোন। এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Sharing is caring!