ছাত্রলীগের সাবেক নেত্রী হলেন ঢাবির প্রথম নারী সহকারী প্রক্টর

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৮

ছাত্রলীগের সাবেক নেত্রী হলেন ঢাবির প্রথম নারী সহকারী প্রক্টর

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ছাত্রলীগের সাবেক নেত্রী সীমা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক।

Manual1 Ad Code

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সীমাকে সোমবার এ পদে নিয়োগ দেন। নিয়োগের পর গতকালই তিনি দায়িত্ব বুঝে নেন।

Manual6 Ad Code

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাজ সাধারণত আইনশৃঙ্খলার বিষয়টি দেখভাল করা ও ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখা। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো নারীকে সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়নি। তবে একজন ছিলেন প্রক্টরিয়াল বডির সদস্য। সীমা ইসলাম হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী সহকারী প্রক্টর।

Manual1 Ad Code

সীমা ইসলাম ঢাবির রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

সীমা ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয়েছে-প্রাপ্তির থেকে দায়িত্বটাই বেশি। পুরুষ প্রক্টরের কাছে স্বাভাবিকভাবে সব অভিযোগ ছাত্রীরা দিতে পারেন না। এখন মেয়েরা কোনো সমস্যার সম্মুখীন হলে খুব স্বাভাবিকভাবে সমাধান করা যাবে। আমি খুবই আনন্দিত। ভিসি স্যারকে ধন্যবাদ এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য।

সীমা ইসলামকে নিয়ে ঢাবির প্রক্টরিয়াল বডির সদস্য হলেন ১২ জন।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..