ড:মোমেন এর নির্বাচনী প্রচারণায় ওয়ারেন্ট প্রাপ্ত শিবির কর্মী

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

ড:মোমেন এর নির্বাচনী প্রচারণায় ওয়ারেন্ট প্রাপ্ত শিবির কর্মী

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট ১ আসনের আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ড: মোমেন এর প্রচারণা শোভা অনুষ্টিত হয় এতে ১১ নং ওয়ার্ড শিবির এর সেক্রেটারি ওয়ারেন্ট প্রাপ্ত আসামি রুকন আহমদ, উপস্থিত ছিলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলা নং ৫৩, তা:২৫/১১/২০১৮ আসামি নং ৪৩ রুকন আহমদ, পিতা:কামাল আহমদ ,৭১ ভাতালিয়া, থানা-কতোয়ালী,জেলা-সিলেট যেহেতু কমতাসীন আওয়ামিলীগ পরিষ্কার ভাবে জামায়াত এর কুনো নেতা কর্মীদের আশ্রয় না দেয়ার বেপারে নির্দেশ দিয়েছে ,তারপরও ওয়ারেন্ট প্রাপ্ত আসামির নির্বাচনী প্রচারণা সভায় উপস্তিথিতে আওয়ামীলীগের নেতৃবৃন্দর মদ্ধে নানান সমালোচনা ও ক্ষুভ সৃষ্টি করেছে নাম না বলার শর্তে একজন স্থানীয় আওয়ামীলীগে নেতা বলেন -এটা আমাদের সিলেটে আওয়ামিলীগ এর জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তিনি অবিলম্বে এই ওয়ারেন্ট প্রাপ্ত আসামি (শিবির নেতা রুকন) এর গ্রেফতার এর দাবি করেন

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..