গোয়াইনঘাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

গোয়াইনঘাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা প্রসাশন ও সমবায় কার্যালয়ের উদ্দ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা সমবায় অফিসার মো.আবুল কাশেম ভূইয়া’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামিম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেছেন উৎপাদনমূখী সমবায় করি’ উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতি পাদ্যকে সামনে রেখে দেশের আর্থ সামাজি উন্নয়নে সকল শ্রেণী পেশাজীবি অগ্রনি ভূমিকা রাখলে দেশের উন্নয়ন করা সম্ভব। সমবায়ের মাধ্যমে সকল কর্মক্ষেত্রে সততা ও নিষ্টাবান হয়ে কাজ করলে উন্নতির শিখরে অবস্থান’র পাশাপাশি নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পায়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান আফিযা বেগম, ৫নং আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল,এলজিআরডি কর্মকর্তা শরিফুল আলম,কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,আদিবাসী পাত্র উন্নয়ন এর সভাপতি প্রেমানন্দ,ডাউকি পিয়াইন পাথর শ্রমিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা কুতুব উদ্দিন,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিনন,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন প্রমূখ। উল্লেখ্য আলোচনা সভা শেষে ১২হাজার ৭০০শত টাকা করে ৫০জন ক্ষুদ্র-নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠির মধ্যে চেক বিতরণ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..