সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে ‘স্বপ্নজাল’ ছবিটি দিয়ে বেশ আলোচনায় আসেন পরীমণি। এতে শুভ্রা চরিত্রে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন সেলিম।
এবার নতুন আরও একটি প্রজেক্টের জন্য এক হচ্ছেন এ নির্মাতা-অভিনেত্রী জুটি। তবে ছবি নয়, ওয়েব সিরিজ। ‘প্রীতি’ নামের ওই ওয়েব সিরিজে ক্রাইম রিপোর্টার চরিত্রে দেখা যাবে পরীমণিকে।
নির্মাতা সেলিম বলেন, থ্রিলারধর্মী সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পরী। বায়োস্কোপ প্রডাকশন থেকে এটি নির্মাণ করতে যাচ্ছি।
পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই সিরিজটিতে পরীকে নেওয়া। ৯ নভেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd