সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮
জসিম উদ্দিন, কমলগঞ্জ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান থেকে জবাইকৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
বনবিভাগ সুত্রে জানা যায়, সোমবার (২২ অক্টোবর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জের টহল দল শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে উক্ত স্থানে লাউয়াছড়া থেকে অবৈধভাবে শিকার করা হরিণটি উদ্ধার করা হয়। অভিযানের সংবাদ পেয়ে অবৈধ শিকারিরা হরিণ ফেলে পালিয়ে যায়।
বনবিভাগের লাউয়াছড়া রেঞ্জের কর্মকর্তা মোনায়েম জানান, আমাদের কাছে তথ্য ছিলো ভাড়াউড়া বাগানের মন্দিরের পাশে মধু ড্রাইভারের বাড়িতে একটি হরিণ আছে কিন্তু আমরা ব্যাপক তল্লাশির পরও হরিণটি খুঁজে পাইনি। পরবর্তীতে আমাদের সোর্সের দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী প্রকাশ হাজরার বাড়ীতে তল্লাশি চালিয়ে জবাইকৃত হরিণটি উদ্ধার করি। উদ্ধারকৃত হরিণ শ্রীমঙ্গল ফরেস্ট অফিসে আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরোও বলেন, অবৈধভাবে লাউয়াছড়ার বিভিন্ন জায়গা থেকে শিকারিরা হরিণ শিকার করে মাংস বিক্রয় করে থাকে। যা লাউয়াছড়ার বনজ প্রাণী রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd