জুড়ীতে যাত্রা গানের নামে চলছে অশ্লিল নৃত্য ও রমরমা জুয়ার আসর

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

জুড়ীতে যাত্রা গানের নামে চলছে অশ্লিল নৃত্য ও রমরমা জুয়ার আসর

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জুড়ীতে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রশাসনের নাকের ডগায় চা বাগানগুলোতে চলছে রমরমা জুয়ার আসর আর যাত্রাগানের নামে অশ্লিল-নগ্ন নৃত্য। নৃত্যের তালে তালে বাগানবাসী যুবকরা রঙ্গিন পানির নেশায় উন্মাতাল হয়ে বিপথগামী হচ্ছে। অপর দিকে আসাধু চক্র জুয়ার আসর বসিয়ে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা ভিড় জমিয়েছে এসব আসরগুলোতে। সচেতন মহলের অভিযোগ এসব অনৈতিক কর্মকান্ড চলছে প্রশাসনেরই ছত্রছায়ায়।

Manual1 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, মোটা অংকের টাকার বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে জুয়ার বোর্ড বসিয়েছে। ফলে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা জুয়ার আসর ছত্রভঙ্গ না করে জুয়াড়িদের নিরাপত্তা প্রদান করছে। এ যেন জুয়া খেলার স্বর্গরাজ্য। এমন চিত্র গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিন টিলা ফাঁড়ি চা বাগান ও গোয়ালবাড়ী ইউনিয়নের রতœা চা বাগানের মন্ডপ ও এর অনতিদুরে দেখা গেছে। বৃহস্পতিবার রাতে সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, মঞ্চে অশ্লিল নৃত্য প্রদর্শন করে নর্তকীরা অর্থের বিনিময়ে মনোরঞ্জনে নিজেদের বিলিয়ে দিচ্ছে। পাশেই বসানো হয়েছে বড় বড় জুয়ার আসর। সূত্র জানায়, স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি জুয়াড়ীদের কাছ থেকে প্রতিরাতে ২০ থেকে ৩০ হাজার টাকা নিচ্ছেন। তাদের এমন কান্ডে হতবাক এলাকাবাসী।

Manual2 Ad Code

এ বিষয়ে জুড়ী থানার ওসি জাহাঙ্গির হোসেন সরদার জানান, উপজেলার কোথাও জুয়ার আসর বসার কোন তথ্য তার জানা নেই। যদি কেউ জুয়ার বসিয়ে থাকে তবে তাদেরকে ছাড় দেয়া হবেনা।

Manual4 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি জানান, বিষয়টি তার জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..