সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-জৈন্তাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তায় বৈদ্যুতিক খুঁটি বসানো নিয়ে সাবেক ইউপি সদস্য আনসার মিয়ার সাথে একই এলাকার সুরুজ মিয়ার বাকবিতণ্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত জাহেদ হোসেন (২৬), রমজান আলী (১৬), শাহজাহান মিয়া (৪৫), সাহেদ হোসেন (২৩), মোতাহার হোসেন (২৬), মনিরুজ্জামান (২৫), নুরুজ্জামান (৩২) ও সরুজ্জামান (১৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd