কানাইঘাটে দলিল জালিয়াতি মামলার আসামী সুলেমানকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

কানাইঘাটে দলিল জালিয়াতি মামলার আসামী সুলেমানকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার :: কানাইঘাটে জাল দলিল সৃজন করে জালিয়াতির মামলায় আহমদ সুলেমান উরফে সুলাইকে দুই দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার সিলেট জুডিশিয়াল ১ম আদালতের বিচার মাহবুবুর রহমান ভূইয়ার আদালতে সিআইডি’র এসআই সিকন্দর তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আবেদনের প্রেক্ষিতে তাকে দুই দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এডভোকেট ফখরুল হক।

গত ৫ সেপ্টেম্বর বুধবার কানাইঘাট জি/আর ১৬১, ২০১৮ নং মোকদ্দমায় সুলেমানকে জেলে প্রেরণ করা হয়। মামলায় বিবরণীতে জানা যায়, আহমদ সুলেমান ওরফে সুলাই ও তার সহযোগীরা জাল দলিল সৃজন করে জমি দখল, আত্মসাত করে আসছেন। সুলাইয়ের প্ররোচনায় ও তার প্রত্যক্ষ মদদে জাল জালিয়াত মাঠ পরচা ও কাগজাত তৈরী করে মামলায় বর্ণিত প্রধান আসামী আলতাফুন নেছাকে জমির মালিক বানিয়ে কানাইঘাট সাবরেজিস্টারী অফিসে রেজিষ্ট্রিকৃত ৩৬২৫ নং কাবালায় জমি দখল করে আসছেন। সুলাই তার সহযোগীদের দলিল দাতা, স্বাক্ষী, সনাক্তকারী বানিয়ে জমি দখল করেন। তারই ধারাবাহিকতায় গত ২০০৬ সালের ২৬ আগস্ট সুলাই ও তার সহযোগীরা কানাইঘাট উপজেলার কান্দলা গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর ছেলে আজির উদ্দিনের টিনের বেড়া ও চালা ওয়ালা দোকানঘর দখল করে পুড়িয়ে দেয়। এ ঘটনায় আজির উদ্দিন কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ০৫, তাং- ১৩/০৪/২০০৭ইং। উক্ত মামলার বিচারে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২৪ এপ্রিল ২০১৭ইং তারিখে আহমদ সুলেমান ওরফে সুলাইর বিরুদ্ধে ১০ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এ মামলায় গত বুধবার আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত আহমদ সুলেমান ওরফে সুলাইকে জামিন না দিয়ে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..