সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ মে) ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন জেলার কমলগঞ্জ উপজেলার কুমারকাপন গ্রামের মতসিন আলী ওরফে তমছির আলীর ছেলে। কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তালুকদার এ প্রতিনিধি কে জানান, ভোর ৪টার দিকে পাবই গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পরে মরদেহ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা জানায় যে নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন এবং তিনি একটি ডাকাতদলের সর্দার। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রাম দা’ উদ্ধার করা হয়েছে। ইসলাম উদ্দিনের বিরুদ্ধে থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) শামীম মুসা এ প্রতিনিধি কে জানান, মরদেহ ময়ানতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd