সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর চৌহাট্টা স্ট্যান্ডের এক মাইক্রোবাস চালকের লাশ হবিগঞ্জে পাওয়া গিয়েছে। চৌহাট্রা আঞ্চলিক উপ-কমিটি ২ এর সদস্য মোশাররফ হোসেন মজুমদার (২৮)। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের বাহুবল মিরপুর সরকারি কলেজের সামনে তার লাশ পাওয়া যায়।
চৌহাট্টা শাখার-২-এর সভাপতি জামাল আহমদ লিলু জানান, ২৭ মে রোববার দুপুর ২টায় জাফলং যাওয়ার উদ্দেশ্যে দুই জন তরুণ ও একজন তরুণী চৗহাট্টা স্ট্যান্ড থেকে মোশাররফের গাড়িটি ভাড়া করে জাফলংয়ের উদ্দেশে যায়। বিকেলের দিকে গাড়ীর মালিকের সাথে চালকের কথাও হয়।
তারপর থেকে চালকের সাথে গাড়ীর মালিকের আর কোন যোগাযোগ হয়নি। তার গাড়িটি ছিলো এক্স-করলা এবং নাম্বার ঢাকা মেট্টো গ ২৫৮৭৬৭। রাস্তার পাশে চালকের লাশ পেলেও গাড়ি পাওয়া যায়নি।
খবর পেয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ সহ-সভাপতি শাহ জামাল ও প্রচার সম্পাদক সুনাফর আলী লাকী এবং চৌহাট্টা শাখার-২-এর সভাপতি জামাল আহমদ লিলুসহ শাখা নেতৃবৃন্দ হবিগঞ্জের বাহুবল থেকে সিলেটে নিয়ে আসেন নিহত মোশাররফের লাশ।
লাশটি আসার পর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সোমবার রাত ১১ টার দিকে তার জানাযা সর্ম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযেদ্ধা সেলিম আহমদ ফলিক , সাধারণ সম্পাদক রফিক মিয়া, কার্যকরী সম্পাদক রুনু মিয়া , সহ-সভাপতি শাহ্ জামাল, সহ-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, শেখ শলিফর আলী , সদস্য হারিছ আলী, সদস্য শোয়েব আলী মেম্বার, সদস্য হাফিজুর রহমান এছাড়া আরও উপস্থিত ছিলেন সিলেটের চৌহাট্রা আঞ্চলিক উপ-কমিটি-২ এর সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd