লা-মাযহাবীদের অপতৎপরতা বন্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮

লা-মাযহাবীদের অপতৎপরতা বন্ধে সিলেটে বিক্ষোভ মিছিল

Manual5 Ad Code

সিলেট :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আজকে প্রতিকুল আবহাওয়ার মাঝে, রামাদানের দিনে, মুসল্লীয়ানে কেরাম যখন ঈবাদতে মশগুল থাকার কথা সেসময় তারা রাস্তায় কেন ? নিশ্চয়ই তাদের মনে কোন আঘাত লেগেছে। সে কথা যারা বুঝেনা তারা আবাল ছাড়া  অন্য কিছু নয়।

তিনি বলেন, সেই খারেজিরা আজ লা-মাযহাবী নামে আবির্ভূত হয়েছে। এরাই বাংলা ভাই হয়ে এসেছিল, এরাই আব্দুর রহমান হয়ে জঙ্গীবাদ সৃষ্টি করছে। আজকে এদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমাদের সরকার ও প্রশাসনকে বুঝতে হবে, এরাই আমাদের দেশের জাতীয় সঙ্গীত, স্মৃতিসৌধ, জাতীয় পতাকা, প্রধানমন্ত্রী, এবং জাতীয় দিবসগুলোকে নিয়ে ব্যাঙ্গ করেছে। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

তিনি বলেন, সিলেটে মসজিদের নামে লা-মাযহাবীরা যেসকল আস্তানা গড়েছে তা তাদের জঙ্গীবাদ সৃষ্টির কারখানা। অনতিবিলম্বে তা প্রশাসনকে বন্ধ করে দিতে হবে।

Manual5 Ad Code

শুক্রবার বাদ জুমআ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগর শাখার উদ্যোগে আহলে হাদিস ও লা-মাযহাবী ফেৎনাবাজদের অপতৎপরতা বন্ধের দাবিতে সিলেট সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগরী সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির সভাপতি এ্যডভোকেট আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Manual2 Ad Code

মিছিল ও পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা নজীর আহমদ হেলাল, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ ও উলামা মাশায়েখ পরিষদ নেতা মাওলানা মুফতী আব্দুর রশীদ।

Manual1 Ad Code

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, তালামীযে ইসলামিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান চৌধুরী শিপু, সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, পশ্চিম জেলা সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার, পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ আব্দুল খালিক রুহিল শাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম,মহানগর আল ইসলাহ নেতা মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা ফয়জুল হক, মাওলানা সাইফুর রহমান, এ্যডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী ও মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মহানগর তালামীযের প্রচার সম্পাদক মারুফ আহমদ ও আজাদ হোসাইন প্রমুখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..