সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কানাইঘাটে মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার জুমআর নামাজের পর উপজেলার গোসাইনপুর জামে মসজিদে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কানাইঘাট উপজেলার গোসাইনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন রমজান মাসে তারাবিহর নামাজের জন্য ইমান নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। একপক্ষ চাচ্ছে তাদের পছন্দের ইমাম নিয়োগ দেয়া হোক। আবার প্রতিপক্ষ চায় তাদের পক্ষের ইমাম নিয়োগ দেয়া হোক। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুহাম্মদ আলী নিহত হন।
কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, জুমআর নামাজের পর দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd