উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা : জয়

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, মে ১১, ২০১৮

উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা : জয়

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক সেকেন্ড আগে স্থগিত করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কার্যক্রম।

শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করেছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। খবর ইউএনবির।

সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন- ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটুও এদিক-সেদিক পাওয়া যায়, তা হলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে। আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এ ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।’

এদিকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘শেষ মিনিটে মাত্র ৪২ সেকেন্ড আগে ত্রুটি দেখা দিয়েছে। এটি সম্পূর্ণ স্পেসএক্স কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে, বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। দেশবাসীর কাছে দোয়া চাই কাল (শুক্রবার দিবাগত রাত) যেন ভালোভাবে উৎক্ষেপণ হয়।’

স্যাটেলাইট উৎক্ষেপণ ২৪ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যাওয়ার পর অরল্যান্ডের স্থানীয় একটি হোটেলে বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ‘স্যাটেলাইটের সব কিছু কম্পিউটার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলে, মানুষের কোনো হাত থাকে না। উৎক্ষেপণকালে কম্পিউটার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে টেস্ট করে হঠাৎ দেখা গেল কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। সে জন্য তারা এটি স্থগিত করল।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘ভালো খবর হল, এখানে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন- স্যাটেলাইট ও রকেট ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। গ্রাউন্ড সিস্টেমে হয়তো সামান্য ত্রুটি দেখা দিতে পারে। এই হচ্ছে ঘটনা।’

Manual4 Ad Code

আরেক প্রশ্নে মাহমুদ বলেন, ‘এটা নতুন কোনো ঘটনা না, এখানে এর আগেও কিছু স্যাটেলাইট ছয়বারের মাথায় উৎক্ষেপণ করতে হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাল (শুক্রবার দিবাগত রাত) আরেকটি তারিখ দিয়েছে। আশা করি কালকে সফলভাবে উৎক্ষেপণ হবে।’

স্পেসএক্স কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘উৎক্ষেপণের আগ পর্যন্ত বলা যায় না, এটি জটিল যন্ত্র, যে কোনো সময় ত্রুটি দেখা দিতে পারে।’

বারবার তারিখ পরিবর্তনে সরকারের আর্থিক ক্ষতি প্রসঙ্গে উত্তরে শাহজাহান মাহমুদ বলেন, ‘আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না। কারণ যতক্ষণ সমস্যা হবে তারা (স্পেসএক্স) খরচ বহন করবে।’

Manual4 Ad Code

আবহাওয়া খারাপের কারণে সমস্যা হয়েছে কিনা প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ‘যতক্ষণ উৎক্ষেপণ না হয়, ততক্ষণ অনিশ্চয়তা থাকবে। তবে বর্তমান যে আবহাওয়া আছে, তাতে কোনো সমস্যা নেই। এর আগেও এ রকম আবহাওয়ার মধ্যে উৎক্ষেপণ হয়েছে।’

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..