সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়ে প্রতিপক্ষের অন্ত:সত্ত্বা নারী সহ দুই জনকে আহত করার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর গ্রামের মৃত আব্দুর রব’র পুত্র ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া (৪৫) এবং তার ভাই আবু সাঈদ (৫০) কে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।। মঙ্গলবার (৮মে) অভিযুক্তরা সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (৩য় আদালত) কাঁকন দে’র আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী এ কে এম সামিউল আলম। তিনি জানান, মামলার অপর আসামী অপু মিয়া (৫৫) পলাতক রয়েছেন।
জানা গেছে, তালিবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র লায়েক আহমদের সাথে ওয়াইছ মিয়া গংদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৩১মার্চ ভোরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় লায়েক আহমদের চাচাতো ভাই রইস মিয়া ও চাচাতো ভাইয়ের অন্ত:সত্ত্বা স্ত্রী লাকী বেগম গুরুতর আহত হন। এঘটনায় লায়েক আহমদ বাদি হয়ে গত ১এপ্রিল প্রতিপক্ষের ৩জনকে আসামী করে সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় ও আমল গ্রহনকারী আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন (১১০/১৮ইং)। দায়েরকৃত অভিযোগটি আদালতের নির্দেশে পরবর্তীতে বিশ্বনাথ থানায় এজাহার হিসেবে গন্য (এফআইএর) করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd