সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
ক্রাইম ডেস্ক :: গোয়াইনঘাটে কে হচ্ছে নতুন ওসি থেমে নেই পাথর খেকোদের তদবির । এদিকে ওসি দেলোয়ার বদলির সংবাদে পাথর খেকোরা নতুন ওসি কে আসবে তা নিয়ে দৌড়ঝাপ দিচ্ছে তারা ।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গোপনে ওসি দেলোয়ারের বদলীর সংবাদে এখন তারা ব্যস্ত’ নতুন ওসিকে হাত করতে তাদের ঘুম হারাম।
এনিয়ে পাথর খেকোরা শাসকদলীয় বিভিন্ন নেতাকর্মীদের দ্বার’স্থ হয়ে ধরণা দিচ্ছেন । গোপন একটি সূত্র জানায়-তারা তাদের অবৈধ চাদা বাণিজ্য বজায় রাখতে ইতিমধ্যে ধরনা দিয়েছেন সিলেটের শীর্ষ স্থানীয় ও ঢাকা’র এক আওয়ামী লীগ নেতার কাছে।
এই দু’নেতার তদবিরে চলছে এখন গোয়াইনঘাট থানার নতুন ওসি’র ভবিষ্যৎ। সেই তালিকায় রয়েছেন রোপক ও মামুন নামক দুই ওসি ! এদের দু’জন থেকে একজনকে গোয়াইনঘাটে যোগদানের জন্য বিভিন্ন মারফতে এরা চাপ সৃষ্টি করছে । এবং বড় অংকের হাদিয়া ব্যয় করছে এই চার চাদাবাজ । পুলিশ হেডকোয়ার্টার ঢাকা-সিলেট পর্য্যন্ত চলছে তাদের জোর তদবির। চাদাবাজদের লক্ষ্য উদ্দেশ্য একটাই জাফলং এলাকার পরিবেশ বিনষ্ট করে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন আর মদ,জুয়ার আড্ডা বসানো। তবে এবিষয়ে সিলেট রেঞ্জ ডিআইজি নীরব ভূমিকা পালন করছেন । এমনটি সত্যতা বেরিয়ে এসেছে অনূসন্ধ্যানী তদন্তে ।
এদিকে অপরএকটি সূত্র জানায়, ক্রাইম সিলেটের সংবাদ প্রকাশের পর তাদের বিরুদ্ধে বিশেষ গোয়েন্দা শাখার একটি তদন্ত টিম মাঠে কাজ শুরু করেছে। এবং সরেজমিন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে বিশ্বস্থ একটি সূত্র জানায়। তবে এবিষয়ে পুলিশের কাছে কোন সদ্বত্তোর পাওয়া যায়নি । কিন্তু ওসি দেলোয়ার’র বদলীর খবরটি পুলিশ সুপার অফিসের একটি সূত্র নিশ্চিত করেছে ।
বদলী সংক্রান্ত বিষয়ে সিলেট রেঞ্জ ডিআইজি’র মুটোয়ফোনে আলাপকালে তিনি বলেন,সরকারী নিয়ম মোতাবেক ওসি বদলী করা হচ্ছে সেখানে কোন ধরণের তদবির বাণিজ্যর প্রশ্নই ওঠেনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd