সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৮
স্টাফ রিপোর্ট :: বিয়ের প্রলোভনে এক তরুণীকে ১১দিন গনধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (৩রা মে) সিলেটের দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পেক্ষিতে দক্ষিণ সুরমার হোটেল আল-তকদির থেকে জসিম ও হোটেল মালিক নিয়াজ-সহ ২ নরপশুকে বৃহস্পতিবার (৩মে) রাত ১০ টায় আটক করেছে পুলিশ।
গত ২০ এপ্রিল থেকে ৩০এপ্রিল পর্যন্ত দক্ষিণ সুরমার হোটেল আলতকদিরে রেখে পাশবিক নির্যাতনের এ গণ-ধর্ষণের ঘঠনা ঘটে। এত হোটেল আল তকদিরের মালিক ও স্টাফসহ ৪জনকে অভিযুক্ত করা হয়। আসামীরা হচ্ছে, সুনামগঞ্জের দিরাইয়ের জসিম উদ্দিন,সিলেটের দক্ষিণ সুরমার চাঁনীঘাটস্থ হোটেল আল তকদিরের মালিক সৈয়দ নিয়াজ আহমদ, একই হোটেলের স্টাফ জাকির ও নূর মিয়া। অভিযোগে প্রকাশ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার তরুণীর (১৯) সাথে মোবাইল ফোনে প্রেম হয় জসিম উদ্দিনের। জসিম প্রেম প্রতারনা ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ এপ্রিল ওই তরুণীকে হোটেল আল-তকদিরে উঠায়। এখানে তাকে দীর্ঘ ১১ দিন বন্দী রেখে জসিম ও তার সহযোগীরা তাকে গনধর্ষন করে। এমনকি ভাড়াদিয়ে খদ্দেরকে দিয়ে ধর্ষন করায়। পাশপাশি ওই তরুনীর জন্ম সনদ, পাসপোর্ট ও মোবাইল কেড়ে নেয়। গত ৩০ এপ্রিল কৌশলে হোটেল থেকে বের হয়ে ওই তরুনী তার পরিচিত বান্ধবী নাছিমার আশ্রয়ে গিয়ে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানায় মামলা নং ২/১৮ তারিখ ৩ মে ২০১৮ নারী ও শিশু নির্যতন আইনের ৯ এর ৩০ ধারা ৪ মে আদালতে দুই ধর্ষককে আদালতে প্রেরন করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এামলা ও আদালতে প্রেরনের কথা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ খায়রুল ফজল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd