সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৮
জসিম উদ্দীন :: সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি ও তিন পুলিশ সদস্যকে লাঞ্ছনার অভিযোগে শংকু রানী সরকার নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শংকু রানী সরকারের গ্রামের বাড়ি নেত্রকোণার কলমাকন্দা থানার কেশবপুরে। তিনি সিলেট শহরতলির খাদিমনগরস্থ বহর মণিপুরি পাড়ায় বসবাস করছিলেন। জানা যায়, শংকু রানী সরকারের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন। গতকাল বৃহস্পতিবার সকালে ছিল মামলার শুনানির ধার্য তারিখ। এসময় আদালতে অন্যান্য মামলার কার্যক্রম চলমান ছিল। শংকু রানী পুলিশের বাধা না মেনে আদালতের ভেতরে প্রবেশ করেন। এসময় নারী পুলিশ সদস্যরা তাকে বাইরে বের করে আনতে গেলে তিনি উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন। শংকু রানীর হাতে পুলিশ কনস্টেবল শিউলি বেগম, লিজা বেগম ও এটিএসআই রাহাত আহমদ লাঞ্ছনার শিকার হন। এরপর পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন বলেন, আদালতে তিন পুলিশ সদস্যকে লাঞ্ছনার অভিযোগে পুলিশ কনস্টেবল শিউলি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে শংকু রানীকে। তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd