বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের ছোট ভাই ও উপজেলা বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর পুত্র জুবেদুল হাসান জাহেদ (৩০) গত সোমবার (৩০এপ্রিল) থেকে নিখোঁজ রয়েছেন।
সিরাজুল ইসলাম সিরাজ জানান, সোমবার বেলা ১টায় জুবেদুল হাসান জাহেদ বিশ্বনাথ বাজার থেকে তার কর্মস্থল সিলেট নগরীর লামাবাজারস্থ অপ্টিমাম টাওয়ারে যান। ঐ দিন বেলা ২টায় থেকে এখন পর্যন্ত জাহেদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি (সিরাজ) জাহেদের কর্মস্থল অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় জাহেদ সোমবার অফিসে যান নাই। সম্ভাব্য সকল জায়গা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় মঙ্গলবার (১মে) রাতে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন সিরাজুল ইসলাম সিরাজ। ডায়েরী নং -৫৯।
Sharing is caring!