সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়ানইঘাট থেকে দুইটি বিদেশি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত পৌণে ৯টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজার ফিলিং স্টেশনের পাশর্বর্তী খরেরগাঁও জামে মসজিদের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হোসেন আহমেদ (১৯) গোয়াইনঘাট উপজেলার ভোগলকান্দি গ্রামের মো. আসকির আলীর ছেলে। তার কাছ থেকে ২টি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
হোসেন আহমেদ ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে বিক্রি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ভাড়া দেয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd