সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: তাহিরপুর সীমান্তে ২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নাম আঙ্গুরা বেগম (৩৫)। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত লতিব মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এ এস আই রেজা ও টেকেরঘাট পুলিশ ফাঁড়ির এ এস আই ইমাম হোসেন যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঙ্গুরা বেগমের বসত ঘরের মাটির নিচ থেকে ভারতীয় ২৫ বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে আটক করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষযয়টি নিশ্চিত করে বলেন, আঙ্গুরা বেগম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে মদসহ পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলার প্রস্ততি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd