গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীদের আয়োজনে গোয়াইনঘাটের সকল রাস্তা দ্রুত মেরামতের দাবিতে ২৪ মার্চ কলেজ সংলগ্ন রাস্তায় মানব বন্ধন ও অবরোধ অনুষ্ঠিত হয়। মানব বন্ধন ও রাস্তা অবরোধে প্রায় ৫০০ এর মত ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।
গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় থেকে গোয়াইনঘাট স্ট্যান্ড পর্যন্ত, গোয়াইনঘাটের আরোও অনেক রাস্তার বেহাল দশার কারনে যানবাহন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।এসব রাস্তা দিয়ে প্রতিদিন মালমাল বহনকারী ট্রাক,যাত্রী বহনকারী ইমা, লেগুনা, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন যাতায়াত করে। বহুদিন ধরে এসব রাস্তার সংস্কার না হওয়ায় রাস্তার কংক্রিট গুলো খসে পড়েছে,কোন কোন স্থানে মাঠিও ভেঙ্গে পড়ে গেছে এতে করে জনসাধারণ এক্সিডেন্ট এর মুখোমুখি হচ্ছে।বর্তমানে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার পথে। আহার কান্দি, মাতুরতল বাজার,হাদার পাড়,পিরের বাজার স্ট্যান্ডে যানবাহনের জন্য দীর্ঘ সময় সর্বসাধারণের অপেক্ষা করতে হয়,কোন কোন দিন গাড়ির অপেক্ষা করতে গিয়ে কলেজ গামী ছাত্র ছাত্রীদের ক্লাসের সময় পর্যন্ত পেরিয়ে যায় এতে করে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে।
এই দুরবস্থা থেকে মুক্তির জন্য গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের সকল ছাত্র/ছাত্রী বৃন্দ এ মানব বন্ধন আয়োজন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছে এবং তারা আশাবাদী এসব রাস্তা দ্রুত সংস্কার হয়ে বহুদিনের দু:খ দুর্দশা দূরীভূত হবে। মানব বন্ধনের চলাকালীন সময়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুর হক উপস্থিত হয়ে দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ১৫ দিনের ভিতর গোয়াইনঘাট কলেজ থেকে গোয়াইনঘাট স্ট্যান্ড পর্যন্ত রাস্তা মেরামতের আশ্বাস দেন ও অন্যান্য রাস্তা পর্যায় ক্রমে মেরামত হবে বলেন।আশ্বাসের পর ছাত্র ছাত্রী বৃন্দ মানব বন্ধন ও অবরোধ প্রত্যাহার করে নেন।