সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর বাজার জামে মসজিদের ভূমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। একই সাথে সংঘর্ষে ব্যবহৃত এক নলা একটি বন্দুকও উদ্ধার করা হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামার, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, এডিশনাল এসপি আবুল হাসানাত, সিলেটের জেলা প্রশাসক নুমেরীজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় গ্রামবাসীকে শান্তনা দেয়া হয়েছে, তাছাড়া তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তারা।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) গোয়াইনঘাট হিল্লোল রায় জানান, সংঘর্ষে ব্যবহৃত একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহ ১০জনকে আটক করা হয়েছে।
এ ব্যপারে সালুটিকর বাজার মসজিদের মুতাওয়াল্লী মো. আব্দুস সুবহান বলেন, ঘটনার সময়ে বহর গ্রামের ৬/৭জনের হাতে বন্দুক ছিল।
উল্লেখ্য, শনিবার সকালে বহর গ্রামবাসী এবং মিত্রিমহল গ্রামবাসী সংঘর্ষের মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের পুত্র মনাই মিয়া (৩৫), আব্দুল আজিজের পুত্র রুমেল (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অন্তত অর্ধশতাধিক। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd