ক্রাইম সিলেট ডেস্ক : প্রেম সম্পর্কে চণ্ডিদাসের অমর বানী হচ্ছেঃ এ জীবনের আঁধার পথে, কেউ যদি পাও এমন প্রাণ যে তোমাকে ভালোবেসে, আপন হ্রদয় করবে দান, জড়িয়ে ধর বক্ষে তাকে, তুচ্ছ কর সব তাঁর খাতিরে ভালোবাসো তাকে জীবনভরে।
আসলে প্রেমের কোনোও দেশ-কাল-পাত্র নেই। এই প্রেমের টানেই সমাজ-সংসারের সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প নতুন নয় ইতিহাসে। তেমনই এক নজির স্থাপন করে বাংলাদেশি কাতার প্রবাসী হাবিবের প্রেমের টানে নোয়াখালীতে চলে আসলেন ব্রাজিলিয়ান তরুণী দিয়াগো সিলভা।
পাঁচ বছর আগে ফেসবুকে পরিচয়, তারপর প্রেম। ব্রাজিল থেকে ছুটে এলেন প্রেমিকের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামে। আর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্সুক মানুষ একনজর দেখার জন্য ভিড় জমায় ওই প্রেমিকের বাড়িতে।
জানা যায়, প্রেমিকা দিয়াগো ব্রাজিল যাওয়ার জন্য বিভিন্ন সময় হাবিবকে প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই মাঝে কাতারের ভিসা পান হাবিব। পরে তিনি কাতারে চলে যান। দু’জনের সম্পর্কও চলতে থাকে। একপর্যায়ে দু’জনই বিয়ে করার জন্য মনস্থির করেন। তারা সিন্ধান্ত নেন বাংলাদেশে এসে দুজনেই বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। গত মাসে কাতার থেকে বাংলাদেশে আসেন হাবিব। এরপর গত শুক্রবার ব্রাজিল থেকে বাংলাদেশে আসেন দিয়াগো।
রোববার ব্রাজিলিয়ান এই তরুণী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন ফাতেমা। এরপর নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ফাতেমার সঙ্গে হাবিবের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কোর্টে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।
জানতে চাইলে হাবিব বলেন, আমরা দুজনেই খুবই খুশি যে আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক সফল হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।