মোটরসাইকেল দুর্ঘটনায় মহিলা সহ সুনামগঞ্জে একই দিনে ৩ জন নিহত

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৮

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় পণতীর্থ গামী এক মহিলা সহ একই দিনে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন পথচারী সহ হয়েছেন আরো ৪ জন । বৃহস্পতিবার নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রিন্টু মোহন চক্রবর্তী স্ত্রী বিউটি রাণী চক্তবর্তী (৪৫)। সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভেটেরেনারি) ডাক্তার আব্দুল মোতালিব (৪৫) ও সদর উপজেলার ভেটেরেনারি স্বেচ্চাসেবক সেলিম হোসেন (৪০)।’

পুলিশ ও স্থানীয় সুত্রে জান গেছে, তাহিরপুরের লাখো সনাতন ধর্মালম্বীদের সাথে জাদুকাঁটা নদীর তীরে শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম সপ্তগঙ্গার মিলন কেন্দ্র পণতীর্থে পূণ্য¯œান করতে যাবার পথে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের লালপুর সেতু সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দু’মোটরসাইকেলের সংঘর্ষে বিউটি রাণী চক্রবর্তী নিহত হন। ’ এ সময় ভগ্নি পতি মোটরসাইকেল চালক নতনু পাড়ার বাসিন্দা একমি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিভ অরবিন্দু চক্রবর্তী, ভায়রার মেয়ে তপতী রাণী চক্রবর্তী ও গুরুতর আহত হন।’ তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালৈ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’

উল্ল্যেখ যে, হবিগঞ্জের নবীগঞ্জের শিবপাশার বাড়ি থেকে পণতীর্থে পূণ্য¯œান করার আশায় সুনামগঞ্জের নতুনপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসেন গত সোমবার বিউটি রাণী চক্রবর্তী ও তার পরিবারের লোকজন।’ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা শহরের বাসা থেকে ভগ্নিপতি, বোন ও বোনের মেয়ে সাথে একই মোটরসাইকেলে চরে তাহিরপুরের শ্রী অদ্বৈত প্রভুর জন্মধামে পুণ্য¯œানে যোগ দিতে আসার পথে সকাল ৭টার দিকে সুনামগঞ্জগামী যাত্রীবাহি ভাড়াটিয়া মোটরসাইকেল বেপরোয়া গতিতে আসলে দু’ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

অপরদিকে সুনামগঞ্জ- সিলেট সড়কে লেগুনার ধাক্কায় প্রাণী সম্পদ কর্মকর্তা সহ ২ মোটরসাইকেল আরোহি বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।’ সুনামগঞ্জ সিলেট সড়কের চেকনিখারা এলাকায় এ দুর্ঘটনায় আরো ২ পথচারী আহত হয়েছেন।’

Manual2 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে পাগলাগামী একটি লেগুনা বৃহস্পতিবার বিকালে চেকনি খারা এলাকায় পেছন দিক থেকে সড়কে চলা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহি শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভেটেরেনারি) ডাক্তার আব্দুল মোতালিব (৪৫) সদর উপজেলার ভেটেরেনারি স্বেচ্চাসেবক সেলিম হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পথচারী সদর উপজেলার জানিগাঁওর আমির হোসেন ও হালুয়ারগাঁওর জমিরুল ইসলাম গুরুতর আহত হলে তাদেরকে সন্ধায় সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর লেগুনার চালক লেগুনা ফেলে পালিয়ে যায়।

Manual4 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহীদুল্লাহ বৃহস্পতিবার রাতে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে নিহত দু’জনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লেগুনাটি জব্দ করা হয়েছে এর চালককেও গ্রেফতারে চেষ্টা চলছে।’

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..