সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় বার্ষিক ওরস ও শ্রী অদ্বৈত প্রভুর জন্মধাম পণতীর্থে গঙ্গা স্নাননযাত্রা মহোৎসবে যোগ দিতে বুধবার থেকে আগামী শনিবার পর্য্যন্ত দেশ বিদেশের কয়েক লাখ ভক্ত ,দর্শনার্থী সীমান্তবর্তী গ্রামগুলো ও আখড়াবাড়ীর আশে পাশের গ্রামে এসে পৌছেছেন।’
ওরস, বারুণীমেলা ও স্নানযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর,সিলেট গণদাবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ও জেলা পরিষদ সদস্য বিশ্ষ্টি আইনজীবী আবুল আজাদ রুমান, সদস্য সচিব হাবিব সরোয়ার আজাদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, তাহিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাবেক আহবায়ক গোলাম সারোয়ার লিটন, সাংবাদিক এমএ রাজ্জাক, রাজন চন্দ ,আবুল কাসেম, তারেক আজিজ, রাহাদ হাসান মুন্না, নজরুল ইসলাম, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক সারোয়ার জাহান, ট্যাকেরঘাট ক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশ সহ বিভিন্ন সামাজি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে তিন দিনব্যাপী ওরস, বারুনী মেলা ও স্নানযাত্রা উপলক্ষে মদ, গাঁজা, ইয়াবা বিক্রয়, সেবন কারীদের উপদ্রব দমন, আগত নারী ও তরুণীদের যৌন হয়রানী প্রতিরোধ, জুয়ার আসর বসানোর অপচেষ্টা প্রতিরোধ, চোর, পকেটমার , প্রতারক, ছিনতাই রোধ ও মেলায় বসা দোকানপাঠ থেকে ইজারা ও অনুদান আদায়ের নামে দ্রব্যমুল্যের উর্ধŸগতি রোধ, পরিবহন , খেয়াপারাপারের অতিরক্তি টোল/ ভাড়া নিয়ন্ত্রন সহ অহেতুক গণহয়রানী প্রতিরোধে পুলিশ বিজিবি, র্যাব, জেলা ও উপজেলা প্রশাসন সহ আইশৃংখলা বাহিনীর বিশেষ সহায়হাতা কামনা করেছেন।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd